Bangladesh Road Transport Authoirty (BRTA)
হোম যোগাযোগ লগইন
হোম হোম যোগাযোগ লগআউট লগইন

ড্রাইভিং লাইসেন্স-এর প্রতিলিপি

ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স-এর প্রতিলিপি পাওয়ার প্রক্রিয়া নিম্নরূপ:
১। প্রথমে ড্রাইভিং লাইসেন্স নাম্বার উল্লেখ করে থানায় সাধারণ ডায়রি (জিডি) করতে হবে।
২। ট্রাফিক পুলিশ কর্তৃক ড্রাইভিং লাইসেন্সটি জব্দ করা হয়নি মর্মে বাংলাদেশ পুলিশের ট্রাফিক অফিস থেকে জিডির উপর প্রত্যয়ন সংগ্রহ করতে হবে (প্রত্যয়নে অবশ্যই কর্তব্যরত কর্মকর্তার সীল ও স্বাক্ষর থাকতে হবে)।
৩। নির্ধারিত ফী (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।
৪। উপরোল্লিখিত ডকুমেন্ট সংযুক্ত করে নির্ধারিত ফরমে নির্ধারিত বিআরটিএ’র অফিসে আবেদন দাখিল কতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন।
২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
৩। নির্ধারিত ফি (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের বিআরটিএ’র কপি।
৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যম্প সাইজ ছবি।

গুরুত্বপূর্ণ লিংক

টিপস

সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবেঃ
(১) চালকের ড্রাইভিং লাইসেন্স,
(২) মোটরযানের নিবন্ধন সনদ ( ব্লুবুক),
(৩) হালনাগাদ ট্যাক্সটোকেন,
(৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের),
(৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),