মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সময় বিআরটিএ অফিস থেকে ১০ বছর বা কিস্তির ক্ষেত্রে ২ বছর মেয়াদে প্রথম ট্যাক্স টোকেন দেয়া হয়। ট্যাক্স টোকেনের কিস্তির মেয়াদের শেষের ৯০ দিনের মধ্যে বিআরটিএ'র টাকা জমা নেয় এমন যেকোনো ব্যাংকে মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের দ্বিতীয় (প্রযোজ্য ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম কিস্তি) ইন্সটলমেন্ট বাবদ (বাইকের ওজন ৯০ কেজির কম হলে ১১৫০/-, ৯০ কেজির বেশি হলে ২৩০০ /-) টাকা জমা দিয়ে তৎক্ষণাৎ ব্যাংক থেকে আরও ২ বছরের নবায়নকৃত ট্যাক্স টোকেন নিতে হবে। উল্লেখ্য যে, বিদ্যমান টাক্স টোকেনটি ব্যাংকে জমা দিতে হবে।
মোটর সাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট বিআরটিএ থেকে প্রতি ০৫ বছর পর পর ০৫ বছর মেয়াদে ফ্রিতে ( কোন ফি ছাড়া) ট্যাক্স টোকেন নবায়ন করে নিতে হবে।
[বি:দ্র: ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ডিজিটাল ব্লুবুক/স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট ফি জমা দেয়া না থাকলে উক্ত ফি বাবদ ৩,২৮৯/- টাকা জমা দিতে হবে ] নবায়নকৃত ট্যাক্স টোকেন নেয়ার সময় মোটরসাইকেলের নাম্বার ও নতুন তারিখ সঠিক আছে কি-না তা খেয়াল করে দেখে নিতে হবে।
সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবেঃ (১) চালকের ড্রাইভিং লাইসেন্স, (২) মোটরযানের নিবন্ধন সনদ ( ব্লুবুক), (৩) হালনাগাদ ট্যাক্সটোকেন, (৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের), (৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),
Total Visitor : 1280701