Bangladesh Road Transport Authoirty (BRTA)
হোম যোগাযোগ লগইন
হোম হোম যোগাযোগ লগআউট লগইন

রেট্টো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট

মোটরযানে ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ও ফিটনেস হালনাগাদ স্বাপেক্ষে নির্ধারিত ফি জমাদনকরত সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;
২। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৩। ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;

গাড়িতে রেট্টো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিঃ
এ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এসএমএস করুনঃ

NP < space >A< space >Date এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে। যেমনঃ চলতি মাসের ১৫ তারিখ এ্যাপয়েন্টমেন্ট করার জন্য এভাবে লিখুন –

    NP A 15 এবং 26969 নাম্বারে Send করুন।

ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে গাড়িতে রেট্টো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেয়া হবে।
উক্ত ফিরতি এসএমএস অনুযায়ী ফি প্রদানের রশিদ ও অন্যান্য কগজপত্রসহ নির্ধারিত সময়ে রেট্টো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট সংযোজনের জন্ বিআরটিএ’র সার্কেল অফিসে গাড়ি হাজির করতে হবে।

হেল্প লাইনঃ ০১৭৯০-৫৪০২১০, ০১৭৯০-৫৪০২১১ ( সরকারী ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত সকাল ৯:০০ টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত)

গুরুত্বপূর্ণ লিংক

টিপস

সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবেঃ
(১) চালকের ড্রাইভিং লাইসেন্স,
(২) মোটরযানের নিবন্ধন সনদ ( ব্লুবুক),
(৩) হালনাগাদ ট্যাক্সটোকেন,
(৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের),
(৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),