পেপারবুক ফরমেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর পরিবর্তে এবং নতুন রেজিস্ট্রেশনকৃত মোটরযানের ইলেক্ট্রনিক চিপযুক্ত উচ্চ নিরাপত্তা ফিচারসমৃদ্ধ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদান করা হচ্ছে। ডিআরসি এর ফি জমা প্রদানের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে এসএমএস এর মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। ডিআরসি তৈরী হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয় এবং একইভাবে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে গ্রাহক নির্ধারিত সময়ে ডিআরসি গ্রহণ করতে পারেন। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এর বায়োমেট্রিক্স (ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) প্রদানের জন্য নিমণবর্ণিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে-
ক) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি:
মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP
খ) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণের জন্য নিমেণাক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে:
মোবাইলের এসএমএস অশনে গিয়ে NP
হেল্প লাইনঃ ০১৭৯০-৫৪০২১০, ০১৭৯০-৫৪০২১১ ( সরকারী ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত সকাল ৯:০০ টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত)
সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবেঃ (১) চালকের ড্রাইভিং লাইসেন্স, (২) মোটরযানের নিবন্ধন সনদ ( ব্লুবুক), (৩) হালনাগাদ ট্যাক্সটোকেন, (৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের), (৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),
Total Visitor : 1019921