ফিটনেস নবায়ন
যে কোন বিআরটিএ সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন। বর্তমানে মোটরকার, জীপ ও ভাড়ায় চালিত নয় এমন মাইক্রোবাস-এর দুই বছরের ফিটনেসের মেয়াদ দেয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র; [ডাউনলোড ফিটনেসের আবেদন ফরম ]
২। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;
৩। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি;
৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;
৫। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি;
৬। অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র;
সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবেঃ (১) চালকের ড্রাইভিং লাইসেন্স, (২) মোটরযানের নিবন্ধন সনদ ( ব্লুবুক), (৩) হালনাগাদ ট্যাক্সটোকেন, (৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের), (৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),
Total Visitor : 1020126